ঢাকা শহরের যে সকল স্থানে মহিলাদের ছালাত আদায়ের ব্যবস্থা রয়েছে

ঢাকার নিম্নোক্ত স্থানসমূহে মহিলাদের ছালাত আদায়ের ব্যবস্থা রয়েছে: ১. ঢাকা নিউ মার্কেট মসজিদ ২. রাইফেলস স্কয়ার (জিগাতলা) ৩. ইস্টার্ন মল্লিকার ছাদে ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ৫. রাপা প্লাজার ৫ম তলায় জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭) ৬. সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭) ৭. গাউছিয়া মার্কেটের নিচ তলায় (ধানমন্ডি হকারস এর উল্টোদিকে) …

Read more

Share:

যারা নামাযের জামাআতে মসজিদে হাজির হয় না, মহানবী (সাঃ) তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন

জামাআতের মান ও গুরুত্ব নামাজ জামাআত সহকারে আদায় করা ওয়াজেব। বিধায় বিনা ওজরে জামাআত ত্যাগ করা কাবীরাহ্‌ গুনাহ। মহান আল্লাহ বলেন, (وَأَقِيْمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ) অর্থাৎ, তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকূকারিগণের সাথে রুকূ কর। (কুরআন মাজীদ ২/৪৩) বরং জামাআতে নামায না পড়লে নামায কবুল নাও হতে …

Read more

Share:

সহীহ হাদীসের আলোকে তারাবীহর সালাত কত রাকাত জেনে নিন

📚সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৩১/ তারাবীহর সালাত (كتاب صلاة التراويح) হাদিস নম্বরঃ ২০১৩ কিয়ামে রমাযান-এর (রমাযানে তারাবীহর সলাতের) গুরুত্ব। بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَان حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللهِ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ يَزِيدُ فِي …

Read more

Share:

চতুর্থ রাক’আতে পাছার উপর বসা

باب مَنْ ذَكَرَ التَّوَرُّكَ فِي الرَّابِعَةِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ سَمِعْتُهُ فِي، عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلي الله …

Read more

Share:

মহিলাদের ঈদের নামাজ পড়ার গুরুত্ব

পাঁচ ওয়াক্ত সালাতের জামাতে ও জুমআর সালাতে মহিলাদের অংশ গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সা. মেয়েদেরকে ঈদের সালাতে অংশ গ্রহণ করার জন্য শুধু অনুমতি নয়, হুকুম জারী করেছেন।* হাদিসে এসেছে, উম্মে আতিয়া রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমাদেরকে রাসূলুল্লাহ সা. আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সালাতের …

Read more

Share:

মহিলাদের নামাযের সময় হাত, পা, মুখ ছাড়া পূর্ণ শরীরই সতর।

মহিলাদের জন্য অন্য সময় গায়রে মাহরামের সামনে পূর্ণ শরীরই সতর। তবে অতীব প্রয়োজনে চেহারা, পা, হাত খোলা জায়েজ আছে। যেমন রাস্তায় প্রচন্ড ভীর হলে, আদালতে সাক্ষ্য দেয়া ইত্যাদি। হযরত উম্মে সালামা রাঃ বলেন, যখন কুরআনে কারীমের এ আয়াত يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ তথা “তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। [মাথার …

Read more

Share:

ইসলামে সালাতের গুরুত্ব

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে *ইসলামে সালাতের গুরুত্ব* আল্লাহ মানুষকে তার এবাদতের জন্যেই সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয় ; মানুষ ও জ্বীন-উভয় জাতিকে আল্লাহ তার এবাদত তথা তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন- وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات :56) অর্থাৎ আমি মানব ও জ্বীন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি …

Read more

Share:

সালাতে রাফায়েল ইয়াদাইন করার পক্ষে হাদিস সমূহ

ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, তিনি সালাত শুরু করতে তাঁর দু হাত তাঁর দু কাঁধ পর্যন্ত উত্তোলন করতেন, তিনি রুকূতে যেতে এবং রুকূ থেকে মাথা তুলতেও তাই করতেন, কিন্তু দু সাজদাহর মাঝখানে হাত উত্তোলন করতেন না। সুনানে ইবনে মাজাহ ৮৫৮, তাখরীজ কুতুবুত সিত্তাহ: …

Read more

Share:

জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ

রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়তেন। এর পক্ষে অনেক হাদীছ বর্ণিত হয়েছে। عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ  قَرَأَ عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়েছেন।[1] উল্লেখ্য, উক্ত হাদীছটি সনদগতভাবে দুর্বল। তবে এর পক্ষে ছহীহ বুখারীতে হাদীছ থাকার কারণে শায়খ …

Read more

Share:

জানাযার সালাত পড়ার সঠিক পদ্ধতি

০১. ওযু করুন। [০১] ০২. সালাতের পূর্বশর্তসমূহ পূরণ করুন। [০২] ০৩. কিবলা মুখি হয়ে দাঁড়ান। [০৩] ০৪. তাকবীর (আল্লাহু আকবার) বলুন। [০৪] ০৫. তাকবীরের সাথে উভয় হাত উত্তোলন করুন। [০৫] ০৬. ডান হাতকে বাম যেরার উপরে রাখুন। [০৬] ০৭. ডান হাতকে বাম যেরার উপরে রেখে; বুকের উপর স্থাপন করুন। [০৭] ০৮. তারপর নিম্নোক্ত …

Read more

Share: