তাওহীদ ও শির্ক বিষয়ক হাদীসসমূহ

📚(১) মুআয বিন জাবাল (রাঃ) বলেন, একদা আমি উফাইর নামক এক গাধার পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সওয়ার ছিলাম। তিনি বললেন, ‘‘হে মুআয! তুমি কি জান, বান্দার উপর আল্লাহর অধিকার এবং আল্লাহর উপর বান্দার অধিকার কি?’’ আমি বললাম, আল্লাহ ও তাঁর রসূল অধিক জানেন। তিনি বললেন, ‘‘বান্দার উপর আল্লাহর অধিকার হল এই যে, … Read more

নারী ও পুরুষের মেহেদী ব্যবহার সম্পর্কে হাদীস কি বলে

*প্রশ্নঃ* *পুরুষ হাতে মেহেদী ব্যবহার করতে পারবে কি*? *বিয়ের সময় পুরুষ বা বর হাতে মেহেদী ব্যবহার করতে পারবে কী*? *উত্তরঃ* পুরুষদের জন্য বিয়ের সময় হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নেই। বরং সাজ-সজ্জার উদ্যেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। কারণ এটা এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। عن أبي هريرة … Read more

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যারোপ করার পাপ

আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা নাম রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন … Read more

মহিলাদের জন্য কবর যিয়ারতের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে।

মহিলাদের জন্য কবর যিয়ারতের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ زِيَارَةِ النِّسَاءِ الْقُبُورَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو بِشْرٍ قَالَا حَدَّثَنَا قَبِيصَةُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ وَقَبِيصَةُ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ بْنِ … Read more

পরিবার-পরিজনের ভরণপোষণ

*পরিবার-পরিজনের ভরণপোষণ* আল্লাহ তাআলা বলেন, وَعَلَـى الْمَوْلُوْدِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ অর্থাৎ, জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণপোষণ করা। (সূরা বাক্বারাহ ২৩৩) তিনি আরো বলেন, لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللهُ لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا অর্থাৎ, সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত … Read more

লাল বাতি জ্বালালে নামাজ পড়া নিষেধ এরকম লেখা কি ইসলাম অনুমোদন করে?

?প্রশ্নঃ অনেক মসজিদে লেখা থাকে ‘লাল বাতি জ্বালালে নামাজ পড়া নিষেধ’ এরকম লেখা কি ইসলাম অনুমোদন করে? ?উত্তরঃ’লাল বাতি জ্বলাকালে সুন্নতের নিয়ত করবেন না’, ‘লাল বাতি জ্বললে নামাজ পড়া নিষেধ’_ এ জাতীয় নিষেধাজ্ঞামূলক লেখা কিছু মসজিদে ঠিক লাল বাতির নিচে দেখা যায়। প্রশ্ন হলো, লাল বাতি জ্বালিয়ে সুন্নত পড়তে, নামাজ আদায় করতে নিষেধ করার ওই … Read more

ইফতারের খাদ্য সম্পর্কিত সহীহ ও যঈফ হাদীস সমূহ

লেখকঃ আসাদ রনি সহীহ হাদীস সমূহঃ ১) ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে রওয়ানা দিলাম এবং তিনি সওমরত ছিলেন। সূর্য অস্ত যেতেই তিনি বললেনঃ তুমি সওয়ারী হতে নেমে আমাদের জন্য ছাতু গুলে আন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আর একটু সন্ধ্যা হতে দিন। তিনি … Read more

বাম হাতে পান করার নিষেধাজ্ঞা ও ডান হাতে পান করার নির্দেশ সম্পর্কিত সহীহ হাদীস সমূহ

  লেখকঃ আসাদ রনি মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় বস্ত্ত হল খাদ্য ও পানীয়। পানাহারের বিভিন্ন আদব রয়েছে ইসলামে। হাদিসে স্পষ্টভাবে ডান হাতে পান করার নির্দেশ ও বাম হাতে পান করার নিষেধাজ্ঞা এসেছে। নিম্নে এই ব্যাপারে সহীহ হাদীস সমূহ দেওয়া হলঃ বাম হাতে পান করার নিষেধাজ্ঞা সম্পর্কিত সহীহ হাদীস সমূহঃ ১) আবূ তাহির ও হারামালা … Read more

জুমআর স্বলাতে পালনীয় ও লঙ্ঘনীয় সম্পর্কে হাদীস সমূহ

জুমআর স্বলাতে পালনীয় ও লঙ্ঘনীয় সম্পর্কে হাদীস সমূহ জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ) এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন ✔ (১) জুমআর স্বলাতের জন্য দুই আযান দেওয়া: জুমআর-স্বলাতে-জুম‘আর স্বলাতের জন্য দুই আযান দেওয়ার যে প্রথা সমাজে চালু আছে তা সুন্নাত সম্মত নয়। জুম‘আর আযান হবে একটি। ইমাম খুৎবা দেওয়ার জন্য যখন মিম্বরে বসবেন, … Read more

সকল মুহাদ্দিছই কি ফক্বীহ

সকল মুহাদ্দিছই কি ফক্বীহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কমেন্ট করি। বাট কমেন্ট গুলো সময়ের গর্ভে হারিয়ে যায়। অথচ কমেন্ট গুলো করতেও কিছু পরিশ্রম ও সময় ব্যয় হয়েছে। তাই এক ভাইয়ের পরামর্শে কমেন্ট সংরক্ষণ করার চিন্তা মাথায় আসে। সেখান থেকে আজকের করা কয়েকটা কমেন্টকে মার্জিত করে নোটটি লিখলাম। প্রথমে একটা উদাহরণ দেখি। নিজেরই উদাহরণ দেই। আমি … Read more