পুরুষের নারীর বেশ ধারণ এবং নারীর পুরুষের বেশ ধারণ প্রসঙ্গে।

بَاب الْمُتَشَبِّهُونَ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتُ بِالرِّجَالِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ‏.‏ تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ‏.‏ ৫৮৮৫. ইবনু ‘আববাস হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি … Read more

ফেসবুকে মেয়েদের ছবি আপলোড, ইসলামের বিধান এবং কিছু কথা

((((সাবধান- সাবধান -সাবধান)))) আপাতদৃষ্টিতে ব্যাপারটা সহজ মনে হলেও এর সুদূরপ্রসারী প্রভাব অত্যান্ত ভয়ংকর। কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম ভারতীয় এক মেয়ের ঘটনা নিয়ে। ইন্টারনেটে আপলোড করা তার ছবি নিয়ে কে বা কারা সেগুলো একটা পর্ণ সাইটে কল গার্লদের লিস্টে দিয়ে দেয়। সেটা যখন এলাকায় জানাজানি হয়ে যায় আত্মসম্মানের চরম অপমান সইতে না পেরে মেয়েটিসহ তার … Read more

কোন প্রাণী হালাল ও কোন প্রাণী হারাম

((((((((5:1 সূরা আল মায়েদাহ)))))))) يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوٓا أَوْفُوا بِالْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ الْأَنْعٰمِ إِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর। তোমাদের জন্য গৃহপালিত চতুস্পদ জন্তু হালাল করা হয়েছে, তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া। তবে ইহরাম অবস্থায় শিকারকে … Read more

হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা

কোন কিছু হালাল কিংবা হারাম করার একচ্ছত্র মালিক আল্লাহ রাববুল আলামীন। কোন মানুষ আল্লাহর দেওয়া হালালকে হারাম ও হারামকে হালাল করার অধিকার রাখে না। তবুও অনধিকার চর্চা বশে মানুষ কর্তৃক আল্লাহকৃত হালালকে হারাম ও হারামকে হালাল করণের বহু দৃষ্টান্ত দেখা যায়। নিঃসন্দেহে এটি একটি হারাম কাজ। আর আল্লাহ ছাড়া অন্য কারো হালাল-হারাম করার অধিকার আছে … Read more

কুরআন ও হাদীসের আলোকে চুরি করার শাস্তি

কুরআন ও হাদীসের আলোকে চুরি করার শাস্তি📚 {{{{{{{{{{38 সূরা মায়েদাহ}}}}}}}}}}}}}} وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوٓا أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكٰلًا مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাবস্বরূপ এবং আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [১] চুরির শাস্তি হচ্ছে, ডান হাতের … Read more

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছালাম ব্যতিত অন্য কারো তাকলীদ করা হারাম

? তাকলীদের শব্দগত মানে হলো ‘জানোয়ারের গলায় রশি বাঁধার পর তাকে রশি ধরে টানা এবং রশির টানে টানে চলা।’ (আল মুনজিদ ৬৪৯ পৃ, মিসবাহ ৭০২) ? শরীয়াতের পরিভাষায় তাকলিদ হল-’বিনা দলীলে কারো কথার উপর চলা।’ (মুসাল্লামুস-সুবুত ৬২৪ পৃ, নল কিশোরী) ?‘দলীল ব্যতীত কারো কথা গ্রহন করাকে বলা হয় তাকলীদ।” (শরহে কাসী দায়ে আমালি -মুল্লা আলী … Read more

মিথ্যা বলা ত্যাগ করা

আখলাক বা সচ্চরিত্রের একটি নোংরা দিক হলো মিথ্যা কথা বলা। যার ফলে পরিবার ও সমাজে অশান্তি বিরাজ করছে। ইহা একটি ফিৎনা অর্থাৎ পরীক্ষা আর আল্লাহ বলেন; وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আর আমি তাদের পূর্ববর্তীদের (ফিৎনায় ফেলেছি) পরীক্ষা করেছি, অত:পর আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নেবেন, কারা সত্যবাদী আর কারা … Read more

ফেসবুকে কি ছেলেরা মেয়ে ফ্রেন্ড বা মেয়েরা ছেলে ফ্রেন্ড অ্যাড করতে পারবে ??

আর-রহমান এবং আর-রহিম আল্লাহর নামে আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা নিয়ে অনেক ভাই অনেক মত , অনেক যুক্তি দিয়ে থাকেন । আজ সেগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ । এই আর্টিকেলকে আমি চারভাগে ভাগ করব। -কুরান হাদিস থেকে কিছু আলোচনা -বিভিন্ন যুক্তি ও তার খন্ডন -কিছু বাস্তব উদাহরন -শেষ কথা কুরআন দিয়ে শুরু … Read more

 হিন্দুদের পূজার উৎসবে যাওয়া ও পূজার প্রসাদ খাওয়া হালাল না হারাম?

প্রশ্নঃ হিন্দুদের পূজার উৎসবেযাওয়া ও পূজার প্রসাদ খাওয়া হালাল না হারাম? উত্তরঃড.জাকির নায়েক স্যার এই প্রস্বাদ নামক খাবারটা দেওয়া হয় হিন্দু মনগড়া নকল ঈশ্বরের উদ্দেশ্য। অর্থাৎ হিন্দুরা নিজের হাতে নির্মিত বিভিন্ন মূর্তির, যার কোন ক্ষমতাই নেই, সেই নকল ঈশ্বরের উদ্দেশ্যপ্রসাদ দেয়। মহান আল্লাহ্ পবিত্র কুর’আনের মোট চার জায়গায় উল্লেখ করেছেন- * সূরাহ বাকারার ১৭৩ নং আয়াতে, … Read more

নিজের অস্তিত্বকে ভুলে এমন মাতাল হবেন না যে মুশরিক হয়ে উঠবেন!!  পুজো দেখতে গেলেন তো মুশরিক হলেন!!

নিজের অস্তিত্বকে ভুলে এমন মাতাল হবেন না যে মুশরিক হয়ে উঠবেন!!  পুজো দেখতে গেলেন তো মুশরিক হলেন!! > পুজায় অংশ নেয়ার মূল কাজ হচ্ছে সেখানে উপস্থিত হওয়া। ওখানে গিয়ে মুর্তির সামনে লুটিয়ে পরতে হবে বিষয়টা এমন নয়। কেননা! হিন্দু ধর্মেও মুর্তির পুজা নিষেধ। মুর্তি পুজা শুরু হয় কিছু মনিষিদের স্মরণ, অমরগাথার প্রচারের জন্য। উৎসবও করা হয় মূলত … Read more