রমাজান মাসে যদি কাজা রোযা থাকে৷ তাহলে সাওয়াল মাসে রোযা করার আগে সেই ব্যক্তিকে রমাজান মাসের কাজা রোযা আগে পরিশধ কী করতে হবে?

উত্তর:-

ওয়া আলাইকুমুস্সালাম ওয়া রহমাতুল্লাহ,
জি ভাই আগে বাকি রোযা করতে হবে, কারণ বলা হয়েছে, যে ব্যাক্তি রমযান মাসের সিয়াম পালন করল, তারপর শাওয়াল মাসে ছয়টি সিয়াম করল,
দলিল-

আবূ আয়্যুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যাক্তি রমযান মাসের সিয়াম পালন করল, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করল (অর্থাৎ ৬টি সিয়াম পালন করল), সে যেন সারা বছর রোযা রাখল।
{মুসলিম ২৬২৯}

Scroll to Top