উত্তর : শরী‘আত নির্দেশিত দিনগুলি ব্যতীত মাসের কোন দিনকে ছিয়ামের জন্য নির্দিষ্ট করা বিদ‘আত হিসাবে গণ্য হবে। শরী‘আত নির্ধারিত ছিয়াম যেমন প্রতি সোম ও বৃহস্পতিবার (আহমাদ হা/৮৩৪৩, ছহীহুল জামে‘ হা/৪৮০৪), আরবী মাসের ১৩,১৪,১৫ (বুখারী হা/১৯৮১, নাসাঈ হা/২৪২০) অথবা একদিন পর পর ছিয়াম পালন করা (বুখারী হা/১৯৭৬) ইত্যাদি। আর শুক্রবারকে নির্দিষ্ট করে ছিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে (বুখারী হা/১৯৮৪)।