আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পয়লা বৈশাখ বর্জন করুন। একজন মুসলমান কখনোই পয়লা বৈশাখ পালন করতে পারে না।#
১।ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকের সাথে মিলিত হয় এবং যতক্ষণ না তারা মূর্তি পূজা করে। [তিরমিযি/২২১৯
(সহীহ)]
২।যে ব্যক্তি জাহেলিয়াতের
দিকে মানুষকে আহবান করে সে জাহান্নামের কয়লা যদিও সে ছিয়াম পালন করে, ছালাত আদায় করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম।
[আহমাদ/১৭২০৯; মিশকাত/৩৬৯৪]
৩।প্রত্যেক ছবি অংকনকারী
জাহান্নামের অধিবাসী। তার অংকিত প্রতিটি ছবিতে প্রাণ দেওয়া হবে, তখন সেগুলি জাহান্নামে তাকে আজাব দিতে থাকবে। তিনি আরও বলেছেন, তোমাকে একান্তই যদি তা করতে হয়, তাহলে গাছপালা এবং যার প্রাণ নেই সে সবের ছবি তৈরি কর।
[মুসলিম/২১০৯]