লাইলাতুল ক্বদর
সুরা আল-ক্বদর:- আ’উযু বিল্লাহিমিনাশ-শাইতানির রাযীম। বিসমিল্লাহির-রাহমানির রাহীম। (১) আমি কুরআনকে নাযিল করেছি ক্বদরের রাতে। (২) তুমি কি জান, ক্বদরের রাত কী? (৩) ক্বদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। (৪) এ রাতে ফেরেশতা আর রূহ (জিব্রাঈল আঃ) তাদের রব্বের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। (৫) (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি, ফজর উদয় …