রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের হাসি
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের হাসি ____________________________________________________ সহীহ শামায়েলে তিরমিযী, অধ্যায়ঃ ৩৫ রাসূলুল্লাহ (সাঃ) এর হাসি হাদিস নম্বরঃ ১৬৮ রাসূলুল্লাহ (সাঃ) মুচকি হাসি হাসতেন: ১৬৮. আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) এর চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি কাউকে দেখিনি।[1] [1] মুসনাদে আহমাদ, হা/১৭৭৫০; শারহুস সুন্নাহ, হা/৩৩৫০; শু’আবুল ঈমান, হা/৭৬৮৭। …