স্বলাতে রাফউল ইয়াদায়েন না করা- এ সংক্রান্ত সহীহ দলিল ও ব্যাখ্যা
স্বলাতে রাফউল ইয়াদায়েন না করা- এ সংক্রান্ত সহীহ দলিল ও ব্যাখ্যা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন স্বলাতে রাফ‘উল ইয়াদায়েন করা এক গুরুত্বপূর্ণ সুন্নাত। এর পক্ষে শত শত সহিহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে অধিকাংশ মুছল্লী উক্ত সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে। উক্ত ঠুনকো যুক্তিগুলোর অন্যতম হল, …