মুসলিমদের অন্যতম একটা দিক থাকবে বিনয়ি হওয়া
আজকাল আমাদের সাহিহ আকিদার কিছু ভাইদের আচার আচরন কিংবা কথাবার্তায় অথবা ফেসবুকের স্টাটাসের ভাষায় এত রুক্ষতা চোখে পড়ে যা দেখলে যেমন লজ্জা লাগে তেমনি খারাপ লাগে।মুসলিমদের অন্যতম একটা দিক থাকবে বিনয়ি হওয়া।তিরমিযির একটা সাহিহ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংগিত দিয়েছেন যে, দুইটি আমল সবচেয়ে বেশি মানুষজনকে জান্নাতে নিয়ে যাবে। ১,তাক্বাওল্লাহ ২,হুসনুল খুলুক …