ইমাম আলবানী (রহঃ) কি ফক্বীহ নন?
ইমাম আলবানী (রহঃ) কি ফক্বীহ নন? বাংলাদেশের জনৈক আলেম তার বক্তব্যে বলেছেন, ইমাম অালবানী শুধু মুহাদ্দিছ তিনি ফক্বীহ নন। তার কথার সারমর্মে বুঝা যায় আলবানী (রহঃ) কোন হাদীছকে ছহীহ বা যঈফ বললে সেটা গ্রহণ করা যাবে বাট তিনি কোন ফৎওয়া দিলে সেটা গ্রহণ করা হবেনা। প্রথমত আমি বলতে চাই এই মন্তব্যটি শুধু আলবানী …