ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য ও ফজিলত
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, “যে ব্যক্তি কোন মুসলিম ক্রীতদাস মুক্ত করবে, আল্লাহ ঐ ক্রীতদাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে তার একেকটি অঙ্গকে (জাহান্নামের) আগুন থেকে মুক্ত করবেন। এমনকি তার গুপ্তা-ঙ্গের বিনিময়ে তার গুপ্তা-ঙ্গও (মুক্ত করে দেবেন) মহান আল্লাহ বলেছেন, {ﻓَﻠَﺎ ﭐﻗۡﺘَﺤَﻢَ ﭐﻟۡﻌَﻘَﺒَﺔَ ١١ ﻭَﻣَﺎٓ ﺃَﺩۡﺭَﻯٰﻚَ …