অনর্থক কথা বলা নিষিদ্ধ
অনর্থক কথা বলা নিষিদ্ধ :*****************************অপ্রয়োজনে অধিক কথা বলা বাবাচালতা পরিহার করামুমিনের জন্যযরূরী। কেননা এটা আল্লাহর অসন্তোষেরকারণ। রাসূল (ছাঃ) বলেছেন,إِنَّ اللهَ حَرَّمَعَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ،وَمَنعَ وَهَاتٍ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ،وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ-আল্লাহতা‘আলা তোমাদের উপর মাতাদেরঅবাধ্যতা, কন্যাদের জীবন্তপ্রোথিতকরণ, কৃপণতা ও ভিক্ষাবৃত্তিহারাম করেছেন। আর তোমাদের জন্যবৃথা তর্ক-বিতর্ক, অধিক জিজ্ঞাসাবাদ ওসম্পদ বিনষ্টকরণ মাকরূহকরেছেন’।[বুখারী হা/১৪৭৭, ৫৯৭৫;মুসলিম হা/৫৯৩; …