Digital Marketer . Proofreader . Transcriber . Translator . SEO Expert . WordPress Expert
সালাম ফিরানোর পূর্বে পড়ার জন্য কোরআন থেকে নেওয়া কিছু দোয়া
প্রত্যেক ফরয নামাযের শেষ অংশে (দুয়া মাসুরা হিসেবে) যেই দুয়া করা হয়, সেটা হচ্ছে আরেকটা দুয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় ‘দুয়া মাসুরা’ বা হাদীসে বর্ণিত যেই দুয়াগুলো আছে সেইগুলো করা ভালো। এছাড়া কেউ দুনিয়া আখেরাতের কল্যানের জন্য অন্য যেকোনো দুয়া করতে পারবেন। বিশেষ করে নিজের জন্য নিজের মাতা-পিতা, ভাই-বোন, বা যেকোনো মুসলিমের জন্য দুয়া করতে পারেন। কুরআনে বর্ণিত দুয়াগুলো করতে পারবেন।
‘নামাযের শেষে’ অর্থ হচ্ছেঃ প্রত্যেকে ফরয নামাযের তাশাহুদ ও দুরুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে দুয়া মাসুরার সময় যেই দুয়াগুলো করা হয় সেই সময়, সালাম ফিরানোর পরে না, আগে। এই অর্থ করেছেনঃ শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা, ইমাম ইবনুল কাইয়্যিম যাআদ আল-মাআ’দঃ ১/৩০৫।
পুরুষরা জামাতে পড়লে হয়তো খুব বেশি সময় পাবেন না, কিন্তু মা-বোনদের উচিত বেশি বেশি দুয়া মাসুরা বা কুরআন হাদীস থেকে গুরুত্বপূর্ণ দুয়াগুলো আরবীতে মুখস্থ করে ফরয নামাযে পড়া। এছাড়া নফল, সুন্নত যেকোন নামাযে সালাম ফেরানোর পূর্বে দুয়া করা যায়।