নারী ও পুরুষের মেহেদী ব্যবহার সম্পর্কে হাদীস কি বলে
*প্রশ্নঃ* *পুরুষ হাতে মেহেদী ব্যবহার করতে পারবে কি*? *বিয়ের সময় পুরুষ বা বর হাতে মেহেদী ব্যবহার করতে পারবে কী*? *উত্তরঃ* পুরুষদের জন্য বিয়ের সময় হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নেই। বরং সাজ-সজ্জার উদ্যেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। কারণ এটা এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। عن …