দাড়িতে খেজাব করার সহীহ হাদীস
মেহেদির খেযাব: ১/৩৬২১। *আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইহূদী ও খৃস্টানরা খেযাব ব্যবহার করে না। সুতরাং তোমরা তাদের বিপরীত করো*। *সহীহুল বুখারী ৩৪৬২, ৫৮৯৯, মুসলিম ২১০৩, নাসায়ী ৫২৬৯, ৫০৭১, ৫০৭২, আবূ দাউদ ৪২০৩, আহমাদ ৭২৩২. ৭৪৮৯, ৮০২২, ৮৯৫৬, গায়াতুল মারাম ১০৪, হিজাবুল মারআহ ৯৫। তাহকীক আলবানীঃ সহীহ*। بَاب …