বর্তমানে একটি কবীরা গুনাহ্ জনসাধারণের মাঝে বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে

বর্তমানে একটি কবীরা গুনাহ্ জনসাধারণের মাঝে বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে। সেটা হলো, কারো কোন দোষত্রুটি পাওয়া গেলে, তা প্রকাশ করে তাকে সবার সামনে লজ্জা দেওয়া।প্রায়ই ফেসবুকের জগতে এর ছড়াছড়ি অতিমাত্রায় দেখায় যায়। হীন করার প্রবণতাটি এমন ভাবে বেড়েছে যে, কেউ বুঝতেই পারে না সে এ দ্বারা মহাপাপে লিপ্ত হচ্ছে। এটি এমন এক অহেতুক গুনাহ্, যা চিরজীবন করলেও দুনিয়াবি কোন লাভ হবে না। তাও মানুষ মনের প্রশান্তির জন্য এই জঘন্যতা করে থাকে।
.
কুর’আনে আল্লাহ বর্ণনা করেছেন…
“তোমরা কারো দোষত্রুটি অন্বেষণ কোরো না”।
রাসূলউল্লাহ (ﷺ) একবার মিম্বরে দাঁড়িয়ে খুৎবার মধ্যে বলেছিলেন… “ওই সমস্থ লোকজন যারা কালিমা পড়ে সবেমাত্র মুসলমান হয়েছে, অথচ তাদের অন্তরে ঈমান প্রতিষ্ঠিত হয় নি। তারা জেনে রাখুক যে, মুসলমানদের কখনো কষ্ট দেবে না, তাদের গোপন দোষত্রুটি অন্বেষণ করবে না, তাদের অতীতের পাপের জন্য তাদের লজ্জা দেবে না। কারণ যে ব্যক্তি কোন মুসলিম ভ্রাতার ত্রুটি তালাশ করে, আল্লাহ তার দোষত্রুটি তালাশ করেন। আল্লাহ তা’আলা তার ভুলত্রুটি খুঁজবেন, সে নিশ্চয়ই অনতিবিলম্বে অপমানিত হবে, যদিও সে স্বগৃহে অবস্থান করে”।
-[তিরমিযী]

Share: