বন্ধু কে? যে আপনাকে সিগারেটের আগায় আগুন ধরিয়ে দেয়? যে আপনাকে পেন ড্রাইভে পর্ণ লোড করে দেয়? যে আপনাকে ট্যাবলেট পুড়িয়ে দেয়? যে আপনাকে কোন্ রেস্তোরাঁয় আলো আঁধারি মিলবে তার হদিস দেয়? যে আপনাকে নগ্নতা কত উপায়ে করা যায় তার দীক্ষা দেয়? যে আপনাকে সেই সত্ত্বার অবাধ্যতায় উৎসাহ দেয়, যিনি আপনাকে সৃষ্টি করে আপনাকে মূল্যহীন মাংসপিন্ড থেকে মানুষ করেছেন?
এই যদি বন্ধু হয়, তবে সে কে?
যে আপনাকে নগ্নতা থেকে বাঁচাতে চায়, যে আপনাকে নেশা থেকে দূরে রাখতে চায়, যে আপনাকে আল্লাহর পথে ডাকে, যে আপনাকে রাসূলের রাস্তা চেনায়, যে আপনাকে জান্নাতে পথচলার সঙ্গী বানাতে চায়? কে সে?
এই মাংসল দেহ একদিন পচবে বন্ধু। কীট পতঙ্গ খাবে আপনার ১৩ ইঞ্চি বাইসেপ। আপনি ফুঁ টুকু দিতে পারবেন না। এতটা অসহায় হয়ে পড়বেন একদিন..
যে আপনাকে সেই অসহায় দিনে আলোর সন্ধান খুঁজে দিতে মরিয়া, তাকেই ঠেলেন দূরে, আর যে আপনাকে আঁধার থেকে ব্ল্যাকহোলের দিকে হেঁচড়ে নিয়ে যায়, তাকে ছাড়াই আপনাকে লাইফ ইম্পসিবল?
.
লেখা – নাজমুস সাকিব [Nazmus Sakib]