? আল্লাহ তাআলা আল-কুরআনে বেশ কয়েকটি আয়াতে একথা বলেছেন যে, তিনি অহংকারীকে ভালবাসেন না তথা ঘৃণা করেন । সহীহ হাদিস থেকেও জানা যায় (যেমন)- আবু হুরাইরাহ রাঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সম্মান আমার লুঙ্গি ও অহংকার আমার চাদর (অর্থাৎ তাঁর খাস দুইটি গুণ) । যে ব্যক্তি আমার কাছ থেকে এর মধ্য থেকে যেকোন একটিও টেনে নিতে চাইবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব । আবু দাউদ ৪০৯০, ইবনু মাজাহ ৪১৭৪, সহীহাহ ১৪৯, ৫৪১, আহমাদ ৭৩৮২, ৯০৯৫ সহীহ
আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যার অন্তরে সরিষার দানা (অতি সামান্য) পরিমাণও অহংকার আছে, সে (প্রথম পর্যায়েই) জান্নাতে প্রবেশ করবে না এবং যার অন্তরে সরিষার দানা (সামান্যতম) পরিমাণ ঈমানও আছে সে জাহান্নামে (স্থায়ীভাবে) প্রবেশ করবে না । তিরমিযী ১৯৯৮-৯৯, আবু দাঊদ ৪০৯১, ইবনে মাজাহ্ ৫৯, আহমাদ ৩৭৭৯ সহীহ
‼ চিন্তা করেন, এত অল্প থেকে অল্প পরিমাণ অহংকারও ভয়াবহ শাস্তির উপযোগী করবে । যে কয়েকটি কাবীরাহ গুনাহ মৌলিক তাদের অন্যতমদের একটি অহংকার যা মহাকাবীরাহ গুনাহ; সুতরাং এবিষয়ে বিস্তারিতভাবে জ্ঞান থাকা আবশ্যক নতুবা যেকেউ অজ্ঞতা বা বেখেয়ালে কোন না কোন ভাবে অহংকার করবে যার ফলে সে দুনিয়া ও বিশেষত আখিরাতের বিভিন্ন পর্যায়ে মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে (তবে তাওবা করলে ভিন্ন কথা) । ?
❌
?
? এই লিখনীতে (তিনটি পর্বে) আল-কুরআন (৪০টি+ আয়াত) এবং (২২৫টি+ সহীহ-হাসান) হাদিসের আলোকে যে বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাতে অহংকার সংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই যথাসম্ভব আলোচনা করা হয়েছে । তাই অতি মনোযোগের সাথে এই বইটি পড়ার জন্য (আপনাদের নিজ কল্যাণের জন্যই) অনুরোধ করছি ।
✅
?
?
? নিচে যথাক্রমে নাম ও পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হল। ?
অহংকারীদের মর্মান্তিক শাস্তি, অহংকার না করার ফাজিলাত, অহংকারীদের পরিচয় এবং অহংকার মুক্ত থাকার উপায় সমূহ (পর্ব -০১)
https://docs.google.com/
অথবা
https://drive.google.com/
You must be logged in to post a comment.